নতুন ফরমেট
ডিজিটাল মেলায় যারা স্টল দিবেন তারা অবশ্যই সর্বনিম্ন ৫০০শত লিফল্যাট প্রিন্ট করে নিয়ে আসবেন। যার নমুনা সংযুক্ত করা হলো। পারলে আরো সুন্দর করার চেষ্টা করবেন। যারযার ইউনিয়ন ওয়েবপোর্টাল এর ঠিকানা সর্বনিম্ন এ৪ কাগজে প্রিন্ট করে নিয়ে আসবেন। নতুন নতুন সেবা সমূহ কিকি তা লিখবেন।
‘‘ডিজিটাল বাংলাদেশ আগামী দিনের সোনালী বাসত্মব’’
আপনার, আমার সকলের স্লোগান হোক
‘‘দিন বদলের বইছে হাওয়া ডিজিটাল বাংলাদেশ আমাদের চাওয়া’’
আসুন জেনে নেই ডিজিটাল বাংলাদেশ বাসত্মবায়নের কিছু তথ্য
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র কি?
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হলঃ মাননীয় প্রধান মন্ত্রী প্রযুক্তির মাতা শেখ হাসিনার অঙ্গীকার বাংলাদেশকে ডিজিটালাইজ্ড করা ও ভিশন ২০২১ অর্জনের লক্ষে সারা দেশে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে যার কারণ হল, ইউনিয়ন ভিত্তিক একটি তথ্য সেবা কেন্দ্র। যার উদ্দেশ্য হলো তৃণমূল মানুষের দোড়গোড়ায় তথ্য সেবা নিশ্চিত করা।
কি ধরণের সেবা প্রদান করা হয় এই তথ্য কেন্দ্রে?
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে দুই পদ্ধতিতে সেবাদান করা হয়। যেমনঃ অফলাইন সেবা ও অনলাইন সেবা প্রদান করা হয় ।
অফলাইন সেবার তালিকাঃ
v ডিজিটাল ফটোকপি
v কম্পিউটার প্রশিক্ষণ ও সনদ প্রদান
v কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট
v কম্পিউটারের সমস্যা সমাধান ও বিভিন্ন সফটওয়্যার বিক্রয়
v মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া ও ভিডিও কনফারেন্স
v ছবি সরবরাহ ও স্ক্যানিং
v অডিও, ভিডিও গান, ইমেজ ইত্যাদি ডাউনলোড
v ইউনিয়ন সর্ম্পকিত তথ্য সেবা
v এছাড়াও সময় উপযোগী অনেক সেবা প্রদান করা হয়।
অনলাইন সেবার তালিকাঃ
Ø জেলা ই-সেবা কেন্দ্রের সেবা
Ø অনলাইনে জমির পর্চার নকলের আবেদন ও নাগরিক আবেদন
Ø অনলাইনে জন্ম নিবন্ধন ও সনদ প্রদান
Ø ইন্টারনেটের মাধ্যমে পরিক্ষার ফলাফল ও রম্নটিন বিতরণ
Ø দেশ- বিদেশে ই-মেইল করা
Ø e-mail, g-mail, hot-mail, facebook, skype etc ID খোলা
Ø ইন্টারনেটের মাধ্যমে পত্রিকা পড়া
Ø শিক্ষা সংক্রামত্ম সেবা, চাকুরীর তথ্য ও আবেদন করা
Ø ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সরকারী/বে-সরকারী ফরম পূরণ
Ø দেশ-বিদেশে ভিডিও/অডিও কলের মাধ্যমে কথা বলার সুবিধা
Ø ইন্টারনেটের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য তথ্য ও সেবা সহ আরও অনেক সেবা প্রদান করা হয়।
বাজার মূল্যের চেয়ে তুলনা মূলক কম মূল্যে সেবা প্রদানের নিশ্চয়তা।
বিঃ দ্রঃ- শুক্রবার সহ ২৪ ঘন্টা সেবা প্রদান করা হয়।
সেবা পাবার স্থানঃ
মোঃ আব্দুর রউফ
উদ্যোক্তা
শ্রীপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
ধর্মপুর বাজার,সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
মোবাইলঃ ০১৭২৯-৮১৩৮৯৯
ওয়েব সাইটঃsrepurup.gaibandha,gov.bd
ই-মেইলঃrouf.813899@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস