বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যাক্রম সংক্রান্ত উপজেলা কমিটির সভার কার্যবিবরনীঃ
তারিখ ঃ ০৪/৩/২০১০ ইং।
সময় ঃ বেলা ১১-৩০ ঘটিকা।
স্থান ঃ উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ।
সভাপতি ঃ মোঃ শামছুল আজম
উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ ঃ পরিশিষ্ট - ‘‘ক’’ দ্রষ্টব্য ।
সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শোনানো হয়। তাহাতে কোন সংশোধনী বা দ্বিমত না থাকায় সর্ব সম্মতিক্রমে তাহা দৃঢ়করণ করা হয়।
আলোচনা-(১)ঃসভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান যে, ২০০৮-০৯ অর্থ বছরে ধোপাডাংগা ইউনিয়ন থেকে নির্বাচিত একজন ভাতাভোগীর নাম ভুল হওয়ায় নামটি পরিবর্তন করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আবেদন করেছেন। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সিদ্ধান্তঃ বিস্তারিত আলোচনান্তে উল্লেখিত নামটি পরিবর্তন করে প্রস্তাবিত নামে ভাতা প্রদানের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। নিম্নে তাহা উল্লেখ করা হলো।
ক্রঃনং | বাতিলকৃত নাম ও ঠিকানা | নির্বাচিত বহি নং | পরিবর্তিত নাম ও ঠিকানা | ভাতা প্রাপ্তির তারিখ |
০১ | মোছাঃ জমিলা বেওয়া,স্বামী মৃত-মোহাম্মদ আলী, গ্রামঃ-কিসামত হলদিয়া, ওয়ার্ড নং-০৬, ইউপিঃ-ধোপাডাংগা । | বহি নং-৩৪৮১ | মোছাঃ মর্জিনা বেওয়া,স্বামী মৃত কফিল উদ্দিন, গ্রাম-উঃ ধোপাডাংগা, ওয়ার্ডনং-০৬, ইউপিঃ ধোপাডাংগা। | ১ জুলাই/২০০৮ ইং |
আলোচনা-(২)ঃ সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান যে, বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক ২০০৯-২০১০ অর্থ বছরে অত্র সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে অতিরিক্ত ৩ (তিন) জন করে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতাভোগী নির্বাচনের নিমিত্তে তালিকা প্রস্ত্তত পূর্বক ২৪/১২/০৯ ইং তারিখের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য পত্র দেওয়া হয়। কিন্তু অদ্যাবধি অনেক ইউনিয়ন থেকে তালিকা পাওয়া যায় নাই।
সিদ্ধান্তঃবিস্তারিত আলোচনান্তে যে সকল ইউনিয়ন থেকে অদ্যাবধি তালিকা পাওয়া যায় নাই, সেই সকল ইউনিয়ন থেকে অতি সত্তর তালিকা প্রস্ত্তত পূর্বক (সভার কার্যবিবরনী সহ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দাখিল করার জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা - (৩)ঃসভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরও জানান যে, বিভিন্ন ইউনিয়িন থেকে ১০ (দশ) জন বিধবা ভাতাভোগী মৃত্যুবরণ করেছেন মর্মে প্রত্যয়ন পত্র পাওয়া গিয়াছে এবং একজন ভাতাভোগী সরকারী পেনশন পাওয়ার কারণে তাহাদের পরিবর্তে নতুন ভাতাভোগী নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি কর্তৃক নামের তালিকা পাওয়া গিয়াছে। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সিদ্ধান্তঃবিস্তারিত আলোচানান্তে মৃত ও পেনশনপ্রাপ্ত ভাতাভোগীদের পরিবর্তে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিম্নে উল্লেখিত তালিকা মোতাবেক নতুন ভাতাভোগী নির্বাচনের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
(চলমান পাতা-২)
( পাতা নং - ২ )
মৃত ভাতাভোগী ও নির্বাচিত উপকারভোগীদের তালিকাঃ
ক্রঃ নং | মৃত ভাতাভোগীর নাম ও ঠিকানা | মৃত্যুর তারিখ ও বহিনং | নির্বাচিত উপকার ভোগীর নাম ও ঠিকানা | ভাতা প্রাপ্তির তারিখ |
০১ | মৃত সরশী বালা, স্বাঃ মৃত কালি চরন, গ্রাম- সীচা, ওয়ার্ড নং- ০৮, ইউপিঃ চন্ডিপুর । | মৃঃতাং-২৫/১২/০৯ বহি নং -১৭৫০ | মোছাঃ আছিয়া বেওয়া , স্বাঃ মৃত কিয়ামত, গ্রাম- সীচা, ওয়ার্ড নং-০৮, ইউপি- চন্ডিপুর। | জানুয়ারী/১০ |
০২ | মৃত ময়জান বেওয়া, স্বাঃমৃত আকবর আলী , গ্রাম - পশ্চিম ছাপরহাটী, ওয়ার্ড নং- ০৯ , ইউপিঃ ছাপরহাটী। | মৃঃ তাং-৬/১২/০৯ বহি নং-৭৫৬ | মোছাঃ তছিরন বেওয়া, স্বাঃ মৃত নুর মোহাম্মদ, গ্রামঃ পঃ ছাপনহাটী, ওয়ার্ড নং- ০৯, ইউপি- ছাপরহাটী। | জানুয়ারী/১০ |
০৩ | মৃত আজিমন বেওয়া, স্বাঃমৃত ওমর আলী, গ্রাম- ছয়ঘরিয়া, ওয়ার্ড নং- ০১, ইউপিঃ কঞ্চিবাড়ী। | মৃঃতাং-২২/১/১০ বহি নং-১৯৭৩ | মোছাঃসোনাভান বেওয়া, স্বাঃ মৃত কপিল উদ্দিন, গ্রাম- ছয়ঘরিয়া, ওয়ার্ড নং-০১, ইউপি- কঞ্চিবাড়ী। | ফেব্রুয়ারী/১০ |
০৪ | মোছাঃ রওশন আরা বেওয়া, স্বাঃ মৃত বায়েজিদ, গ্রাম- উত্তর মরুয়াদহ, ওয়ার্ড নং- ০৩, ইউপি- ছাপরহাটী। | সরকারী পেনশন প্রাপ্ত, বহি নং-২৩৩৫ | মোছাঃ ফিরোজা বেওয়া, স্বাঃ মৃত ফুল মিয়া, গা্রম- উঃ মরুয়াদহ, ওয়ার্ড নং- ০৩, ইউপি- ছাপরহাটী। | জানুয়ারী/১০ |
০৫ | মৃত জবেদা বেওয়া, স্বাঃ মৃত আহম্মদ আলী, গ্রাম- বোয়ালী, ওয়ার্ড নং- ০৫, ইউপি- শ্রীপুর। | মৃঃতাং- ০১/১/১০ বহি নং-৫৬৩ | মোছাঃ বাচ্চানী বেওয়া, স্বাঃমৃত নুরুল ইসলাম , গ্রাম- বোয়ালী, ওয়ার্ডনং- ৫, ইউপি- শ্রীপুর। | জানুয়ারী/১০ |
০৬ | মৃত,ইয়ারন বেওয়া, স্বাঃ মৃত ইছাহাক আলী, গ্রাম-দঃ মরুয়াদহ, ওয়ার্ড নং- ০৬, ইউপি- ছাপরহাটী। | মৃঃতাং- ২৩/৭/০৯ বহি নং- ১৩৪১ | মোছাঃ রহিমা বেওয়া, স্বাঃ মৃত আলম বাদশা, গ্রাম- পঃছাপরহাটী, ওয়ার্ড নং- ০৬ , ইউপি- ছাপরহাটী, | আগষ্ট/০৯ |
০৭ | মৃত লাইলী বেওয়া , স্বাঃ মৃত মনির উদ্দিন, গ্রাম- দঃ ধুমাইটারী, ওয়ার্ড নং- ০৯, ইউপি- দহবন্দ। | মৃঃ তাং-১৬/১০/০৯ বহি নং- ৭১৬ | মোছাঃ জরিনা বেওয়া, স্বাঃ মৃত আজিজল হক, গ্রাম- দঃ ধুমাইটারী, ওয়ার্ড নং- ০৯, ইউপি- দহবন্দ। | নভেম্বর/০৯ |
০৮ | মৃত রাশেদা বেওয়া, স্বাঃমৃত দরাজ উদ্দিন , গ্রাম- হুরাভায়াখাঁ, ওয়ার্ডনং- ০৪, ইউপিঃ দহবন্দ। | মৃঃতাং-১৭/৮/০৯ বহিনং- ২৪৮১ | মোছাঃ জরিনা বেওয়া, স্বাঃমৃত মজিবর রহমান, গ্রাম-দঃ হুরা ভায়া- খাঁ, ওয়ার্ডনং- ০৪, ইউপিঃ দহবন্দ। | ,সেপ্টেম্বর/০৯ |
০৯ | মৃত আমিরন বেওয়া, স্বাঃমৃত হাকিম উদ্দিন, গ্রাম- দক্ষিন ধর্মপুর, ওয়ার্ডনং- ০৩, ইউপিঃ শ্রীপুর। | মৃঃতাং-০২/১/১০ বহিনং- ১৫৫১ | মোছাঃ জরিনা বেওয়া, স্বাঃমৃত ছবির উদ্দিন, গ্রাম- ধর্মপুর, ওয়ার্ডনং- ০৩, ইউপিঃ শ্রীপুর। | জানুয়ারী/১০ |
১০ | মৃত মিরিজান বেওয়া, স্বাঃমৃত আহম্মদ গ্রাম- উজান বোচাগাড়ী, ওয়ার্ড নং-০২ ইউপিঃ চন্ডিপুর। | মৃঃতাং-২৫/৯/০৯ বহি নং- ৫৯৪ | মোছাঃ কমলা বেওয়া, স্বাঃমৃত বরিজ উদ্দিন, গ্রাম- উজান বোচাগাড়ী, ওয়ার্ডনং- ০২, ইউপিঃ চন্ডিপুর। | জানুয়ারী/১০ |
১১ | মৃত নিরোদা বালা, স্বাঃমৃত গোবিন্দ চন্দ্র, গ্রাম- মধ্য শাহবাজ, ওয়ার্ডনং-০২, ইউপিঃ সর্বানন্দ। | মৃঃতাং-২৫/১১/০৯ বহিনং- ৭২২ | মোছঃ ফেরেজা বেওয়া, স্বাঃমৃত ছলেমান, গ্রাম- মধ্যশাহবাজ, ওয়ার্ড নং-০২ , ইউপিঃ সর্বানন্দ। | জানুয়ারী/১০ |
উপরোল্লিখিত মৃত ও সরকারী পেনশন প্রাপ্ত ভাতাভোগীদের পরিবর্তে নির্বাচিত ভাতাভোগীদের নামে ভাতা -বহি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।
অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।
( মোঃ শামছুল আজম)
উপজেলা নির্বাহী অফিসার,
ও সভাপতি
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান কমিটি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
পরিশিষ্ট- ‘‘ক’’
গত ০৪/০৩/২০১০ ইং তারিখে অনুষ্ঠিত বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম সংক্রান্ত উপজেলা কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকাঃ
০১। উপজেলা নির্বাহী অফিসার , সুন্দরগঞ্জ , গাইবান্ধা - ......................................... স্বাক্ষরিত ।
০২। উপজেলা সমাজ সেবা অফিসার , সুন্দরগঞ্জ, গাইবান্ধা -..................................... ,,
০৩। চেয়ারম্যান , ১ নং বামনডাংগা ইউপি, ,, ,, ..................................... ,,
০৪। চেয়ারম্যান, ৩নং তারাপুর ইউপি, ,, ,, ..................................... ,,
০৫। চেয়ারম্যান, ৪ নং বেলকা ইউপি, ,, ,, ..................................... ,,
০৫। চেয়ারম্যান , ৫ নং দহবন্দ ইউ পি, ,, ,, ..................................... ,,
০৬। চেয়ারম্যান , ৭ নং রামজীবন ইউপি, ,, ,, ..................................... ,,
০৭। চেয়ারম্যান , ৮ নং ধোপাডাংগা ইউপি, ,, ,, ..................................... ,,
০৮। চেয়ারম্যান , ৯ নং ছাপরহাটী ইউপি, ,, ,, .................................... ,,
০৯। চেয়ারম্যান , ১০ নং শান্তিরাম ইউপি, ,, ,, .................................... ,,
১০। চেয়ারম্যান , ১১ নং হরিপুর ইউপি, ,, ,, .................................... ,,
১১। চেয়ারম্যান , ১২ নং কঞ্চিবাড়ী ইউপি, ,, ,, .................................... ,,
১২। চেয়ারম্যান , ১৩ নং শ্রী পুর ইউপি, ,, ,, .................................... ,,
১৩। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , সুন্দরগঞ্জ , গাইবান্ধা................................... ,,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
স্মারক নং - উমবিঅ/সুন্দর/গাই/ /২০১০ তারিখঃ-
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরীত হলোঃ
০১। মহা-পরিচালক , মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা ।
০২। চেয়ারম্যান , উপজেলা পরিষদ , সুন্দরগঞ্জ , গাইবান্ধা ।
০৩। উপজেলা নির্বাহী অফিসার , সুন্দরগঞ্জ , গাইবান্ধা ।
০৪। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , গাইবান্ধা।
০৫। উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা , সুন্দরগঞ্জ , গাইবান্ধা।
০৬। ব্যবস্থাপক , ........................... ব্যাংক , ........................... শাখা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
০৭। চেয়ারম্যান ,............................ ইউপি , সুন্দরগঞ্জ , গাইবান্ধা।
০৮। অফিস কপি ।
(শাহনাজ আক্তার)
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যাক্রম সংক্রান্ত উপজেলা কমিটির সভার কার্যবিবরনীঃ
তারিখ ঃ ০৯/৬/২০১০ ইং।
সময় ঃ বেলা ৯-৩০ ঘটিকা।
স্থান ঃ উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ।
সভাপতি ঃ মোঃ শামছুল আজম
উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ ঃ পরিশিষ্ট - ‘‘ক’’ দ্রষ্টব্য ।
সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শোনানো হয়। তাহাতে কোন সংশোধনী বা দ্বিমত না থাকায় সর্ব সম্মতিক্রমে তাহা দৃঢ়করণ করা হয়।
আলোচনা-(১)ঃ সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান যে, বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক ২০০৯-২০১০ অর্থ বছরে অত্র সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে অতিরিক্ত ৩ (তিন) জন করে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতাভোগী নির্বাচনের নিমিত্তে তালিকা প্রস্ত্তত পূর্বক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য তাগিদপত্র দেওয়া হয়, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গত ০২/৩/২০১০ ইং তারিখে অত্র কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বভার গ্রহন করার পর পত্র মারফত ও মোবাইলে বহুবার চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে শুধুমাত্র ১১ (এগার) টি ইউনিয়ন থেকে পূর্ণাঙ্গ তালিকা পাওয়া গিয়াছে। ইউনিয়ন গুলি হলো ১নং বামনডাঙ্গা, ২নং সোনারায়, ৪নং বেলকা, ৫নং দহবন্দ, ৬নং সর্বানন্দ, ৮নং ধোপাডাঙ্গা, ১০নং শান্তিরাম, ১১নং হরিপুর, ১২নং কঞ্চিবাড়ী, ১৪নং চন্ডিপুর ও ১৫নং কাপাশিয়া। বাদবাকী কিছু ইউনিয়ন থেকে আংশিক তালিকা পাওয়া গিয়াছে, তবে তা পূর্নাঙ্গ বা সঠিক নয়। উপরোক্ত ১১টি ইউনিয়ন থেকে প্রাপ্ত তালিকাগুলি অনুমোদনের জন্য তিনি সভায় উপস্থাপন করেন।
সিদ্ধান্তঃ বিস্তারিত আলোচনান্তে প্রাপ্ত তালিকা সমূহ উপস্থিত সকলে পর্যবেক্ষন করেন এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ জানান যে, তালিকাভুক্ত মহিলাগণ প্রকৃতই দুঃস্থ এবং ভাতা পাওয়ার উপযোগী। তাহারা কেহ কোন সরকারী ভাতাদি পায়না। অতঃপর তালিকাগুলি অনুমোদনের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় (তালিকা সংযুক্ত)।বাকী ইউনিয়ন গুলি থেকে অতি সত্তর পূর্নাঙ্গ/সঠিক তালিকা দেওয়ার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানগণকে অনুরোধ জানানো হয়।
আলেচনা- (২)ঃউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরও জানান যে, গত ২০০৯-১০ অর্থ বছরে ৩নং তারাপুর ইউনিয়ন থেকে নির্বাচিত একজন বিধবা ভাতাভোগীর স্বামী জীবিত আছে এবং স্বামীর সাথে ঘর-সংসার করছে মর্মে উক্ত নামটি পরিবর্তন করার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেব আবেদন করেছেন এবং বেলকা ইউনিয়ন থেকে ২জন ভাতাভোগী মৃত্যুবরণ করায়, মৃত ভাতাভোগীর পরিবর্তে নতুন ভাতাভোগী নির্বাচনের নিমিত্তে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির মাধ্যমে তালিকা পাওয়া গিয়াছে। তিনি সভায় তাহা উপস্থাপন করেন।
সিদ্ধান্তঃবিস্তারিত আলোচনান্তে উপরোল্লিখিত তারাপুর ও বেলকা ইউনিয়ন থেকে প্রাপ্ত ৩ (তিন) টি তালিকা উপস্থিত সকলে পর্যবেক্ষন করেন এবং তাহা অনুমোদনের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ( তালিকাগুলি নিম্নরূপ) ।
(চলমান পাতা -২)
(পাতা নং- ৪)
মৃত ও অন্যান্য কারণে বাতিলকৃত নামের পরিবর্তে নির্বাচিত নামের তালিকাঃ
ক্রঃনং | বাতিল/মৃত ভাতাভিাগীর নাম ও ঠিকানা | মৃত্যুর তাং ও বহিনং | পরিবর্তিত/ নিবাচিত উপকারভোগীর নাম ও ঠিকানা | ভাতা প্রাপ্তির তাং |
০১ | মোছাঃ মর্জিনা বেওয়া, স্বামী মোঃ বাবলু মিয়া, গ্রাম- লাটশালা, ওয়ার্ড নং- ০৬, ইউপিঃ তারাপুর। | স্বামী জীবিত বহিনং-৩৬০৮ | মোছাঃ আনোয়ারা বেওয়া, স্বামী মৃত শামসুল বসুনিয়া, গ্রাম- লাটশালা, ওয়ার্ডনং- ০৬, ইউপিঃ তারাপুর। | জুলাই/২০০৯ |
০২ | মৃত মজিরন বেওয়া, স্বাঃ মৃত হজাপর উদ্দিন, গ্রাম - বেলকা, ওয়ার্ড নং-০৯ ইউপিঃ বেলকা। | মৃত্যু তারিখ- ২৮/১২/০৯ ইং বহিনং-১৭৯ | মোছাঃ ছবিরান বেওয়া, পিতা মৃত মহির উদ্দিন, গ্রামঃ পশ্চিম বেলকা, ওয়ার্ড নং- ০৯, ইউপিঃ বেলকা। | জানুয়ারী/২০১০ |
০৩ | মৃত আম্বিয়া বেওয়া , স্বাঃ মৃত ইসলাম, গ্রাম- কিসামত সদর, ওয়ার্ডনং- ০৬ ইউপিঃ বেলকা। | মৃত্যু তারিখ- ০১/০২/২০১০ বহিনং-১১১৬ | মোছাঃ ছারভান বেওয়া, স্বাঃ মৃত কছিম উদ্দিন, গ্রাম- কিসামত সদর, ওয়ার্ডনং- ০৬, ইউপিঃ বেলকা। | ফেব্রুয়ারী/২০১০ |
উপরোল্লিখিত নির্বাচিত ভাতাভোগীদের নামে ভাতাবহি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।
অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
( মোঃ শামছুল আজম)
উপজেলা নির্বাহী অফিসার,
ও সভাপতি
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান কমিটি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
(পাতানং- ২)
২০০৯-২০১০ অর্থ বছরে চুড়ান্ত নির্বাচিত বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের তালিকাঃ
১নং বামনডাঙ্গা ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ আমেনা বেওয়া | স্বাঃমৃত সালেক মিয়া | পাইটকাপাড়া | ০২ | ৪০ | জুলাই/০৯ |
|
০২ | ,, মমেনা বেওয়া | ,, ,, রউফ মিয়া | তালুক ফলগাছা | ০৫ | ৪২ | ঐ |
|
০৩ | ,, জরিনা বেওয়া | ,, ,, কাইয়ম | মন্মথ | ০৬ | ৪০ | ঐ |
|
২ নং সোনারায় ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ কহিনুর বেওয়া | স্বাঃমৃত গাজী রহমান | পূর্ব সোনারায় | ০২ | ৫৫ | জুলাই/০৯ |
|
০২ | ,, মমতাজ বেওয়া | ,, ,, আজাহার আলী | পূর্ব বৈদ্যনাথ | ০৮ | ৬০ | ঐ |
|
০৩ | ,, জমিলা বেওয়া | ,, ,, আঃ কাফী | ফতেখাঁ | ০৯ | ৫৮ | ঐ |
|
৪ নং বেলকা ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ মজিফা বেওয়া | স্বাঃমৃত আকবর আলী | তালুক বেলকা | ০২ | ৩৮ | জুলাই/০৯ |
|
০২ | ,, ফাতেমা বেওয়া | ,, ,, হজরত আলী | বেলকা নবাবগঞ্জ | ০৫ | ৩৫ | ঐ |
|
০৩ | ,, ছারভান বেওয়া | ,, ,, মুনছুর আলী | মধ্য বেলকা | ০৮ | ৪৩ | ঐ |
|
৫ নং দহবন্দ ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ ফুলমতি বেওয়া | স্বাঃমৃত ভেলু মিয়া | উত্তর বামনজল | ০১ |
| জুলাই/০৯ |
|
০২ | ,, মমেনা বেওয়া | ,, ,, ছফিয়াল হোঃ | গোপালচরন | ০৩ |
| ঐ |
|
০৩ | ,, আমিরান বেওয়া | ,, ,, খলিল মিয়া | পঃ ঝিনিয়া | ০৬ |
| ঐ |
|
৬নং সর্বানন্দ ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ ময়না বেওয়া | স্বাঃমৃত আমানত আলী | মধ্য শাহবাজ | ০২ | ৪৯ | জুলাই/০৯ |
|
০২ | ,, মরিয়ম বেওয়া | ,, ,, মতো শেখ | রামভদ্র | ০৬ | ৪৫ | ঐ |
|
০৩ | ,, কদম বালা | ,, ,, শ্যাপাল চন্দ্র | পঃ বাছহাটী | ০৮ | ৪৮ | ঐ |
|
৮নং ধোপাডাঙ্গা ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ শেফালী বেওয়া | স্বাঃমৃত বদিয়াজ্জামান | কিশামত হলদিয়া | ০৩ | ৩৮ | জুলাই/০৯ |
|
০২ | ,, ইয়ারন বেওয়া | ,, ,, আবুল হোসেন | দঃ ধোপাডাঙ্গা | ০৫ | ৪৫ | ঐ |
|
০৩ | ,, গোলেনুর বেওয়া | ,, ,, আনিছার | উঃ রাজীবপুর | ০৮ | ৩৮ | ঐ |
|
(পাতানং - ৩)
১০নং শান্তিরাম ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ আতেকজান | স্বাঃমৃত কেফাত শেখ | পরান | ০৩ | ৫৫ | জুলাই/০৯ |
|
০২ | ,, আমেনা বেওয়া | ,, ,, আব্দুল করিম |
| ০৬ | ৬০ | ঐ |
|
০৩ | ,, আমিনা বেওয়া | ,, ,, ফুল মিয়া | পাঁচঃ শান্তিরাম | ০৭ | ৫৮ | ঐ |
|
১১নং হরিপুর ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ হাসিনা বেওয়া | স্বাঃমৃত আনোয়ার হোঃ | কাঃ চরিতাবাড়ী | ০৩ | ৪৭ | জুলাই/০৯ |
|
০২ | ,, মতিজান বেওয়া | ,, ,, নুরুল হক | লখিয়ারপাড়া | ০৪ | ৪৩ | ঐ |
|
০৩ | ,, নিলুফা বেওয়া | ,, ,, আনোয়ার হোঃ | উজান তেওড়া | ০৮ | ৪৮ | ঐ |
|
১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ আয়শা বেওয়া | স্বাঃমৃত ফরমান আলী | কঞ্চিবাড়ী | ০৪ | ৪৮ | জুলাই/০৯ |
|
০২ | ,, জোবেদা বেওয়া | ,, ,, মুসলিম আলী | বজরা কঞ্চিবাড়ী | ০৭ | ৫০ | ঐ |
|
০৩ | ,, খোতেজা বেওয়া | ,, ,, জবেদ আলী | বজরা কঞ্চিবাড়ী | ০৭ | ৪২ | ঐ |
|
১৪ নং চন্ডিপুর ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃ মোসলেমা বেঃ | স্বাঃমৃত মোকছেদ | উজানবোচাগাড়ী | ০১ | ২৯ | জুলাই/০৯ |
|
০২ | ,, শেফালী বেওয়া | ,, ,, হোচেন আলী | চন্ডিপুর | ০৫ | ৪০ | ঐ |
|
০৩ | ,, দছিরন বেওয়া | ,, ,, লাল চাঁন | সীচা | ০৯ | ৫০ | ঐ |
|
১৫ নং কাপাশিয়া ইউনিয়ন
ক্রঃ/নং | উপকারভোগীর নাম | পিতা/ স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | বয়স | যে মাস হতে ভাতা পাবেন | মন্তব্য |
০১ | মোছাঃআকলিমা বেওয়া | স্বাঃমৃত আঃ হামিদ | লালচামার | ০২ | ৩২ | জুলাই/০৯ |
|
০২ | ,, লালমনি বেওয়া | ,, ,, নঈম উদ্দিন | ভাটি কাপাশিয়া | ০৬ | ৪৩ | ঐ |
|
০৩ | ,, মোসলেমা বেওয়া | ,, ,, আনিজ উদ্দিন | ঐ | ০৬ | ৩৪ | ঐ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস