শ্রীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের-সেবা এর কার্যক্রম
- খতিয়ানের নকলের আবেদন গ্রহণ, ল্যানের মাধ্যমে রের্কড রম্নম শাখায় প্রেরণ এবং আবেদনকারীকে এন্ট্রি রশিদ প্রদান ও তৈরীকৃত খতিয়ান বিতরণ ।
- ইউআইএসসি, উপজেলা ই-সেবা কাউন্টার এবং জেলা তথ্য বাতায়ন থেকে আবেদন গ্রহণ এবং তার কার্যক্রম গ্রহণের জন্য সংশিস্নষ্ট শাখায় প্রেরণ ।
- যে কোন আবেদনের বিপরীতে একটি রশিদ দেওয়া হয়। এ রশিদে গ্রহণ নম্বর ও সেবা প্রদানের তারিখ উলেস্নখ থাকে ।
- রশিদে প্রদত্ত গ্রহণ নম্বরটি জেলা ই-সেবা কাউন্টারে দেখিয়ে অথবা জেলা তথ্য বাতায়নে সার্চ করে অথবা ১৬৩৪৫ নম্বরে এসএমএস করে দাখিলকৃত আবেদনের সর্বশেষ অবস্থা জানা যায়।
- সব ধরণের আবেদন ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়।
- জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নির্দিষ্ট জায়গা থেকে সবধরণের সেবা প্রদান করা হয়। ফলে জনগণকে বিভিন্ন কক্ষে ঘুরতে হয়না।
- পূর্বের চেয়ে অধিক স্বচ্ছতা ও দ্রম্নততার সাথে সেবা প্রদান করা হয়।
- কোন কাজ দ্রম্নত বা বিলম্বের সুযোগ নেই। ফলে তদ্বির করার কোন সুযোগ নেই।
- যে কোন আবেদন পাবার সাথে সাথে সেটা ই-সেবা কেন্দ্রের কম্পিউটারে এন্ট্রি দেয়া হয় এবং আবেদনকারীকে একটি প্রাপ্তি স্বীকার পত্র দেয়া হয় । পাপ্তিস্বীকার পত্রে নকল প্রদানের তারিখ উলেস্নখ থাকে ।
- নির্দিষ্ট তারিখে কোন কারণে নকল প্রদান করা সম্ভব না হলে অথবা নির্দিষ্ট তারিখের পূর্বেই নকলটি তৈরী হয়ে গেলে আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হয় ।
- জেলা প্রশাসকের কার্যালয়ে সশরীরে না এসে ডাকযোগেও নকলের আবেদন করা যায় । এক্ষেত্রে প্রয়োজনীয় কোর্টফি সম্ভলিত আবেদনটি ডাকযোগে জেলা ই-সেবা কেন্দ্রে পাঠাতে হবে ।
- এছাড়া জেলা তথ্য বাতায়নের মাধ্যমে ঘরে বসেই নকলের আবেদন করা যায় । এক্ষেত্রে প্রয়োজনীয় কোর্টফি আবেদন দাখিলের ৩০দিনের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জেলা ই-সেবা কেন্দ্রে জমা দিতে হবে ।
- ঘরে বসে নকল ডেলিভারী পেতে চাইলে প্রয়োজনীয় ডাকটিকেট ও নিজ ঠিকানা সম্ভলিত খাম ডাকযোগে অথবা সরাসরি জেলা ই-সেবা কেন্দ্রে জমা দিতে হবে।